চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
জনাব আবদুল্লাহ আল মামুন
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
- জনাব আবদুল্লাহ আল মামুন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে বিগত ০৪ জানুয়ারি ২০২৩ খ্রি. সালে অত্র জেলায় যোগদান করেন। তিনি ৩য় বিজেএস ব্যাচের একজন সদস্য। তার সার্ভিস আইডি নম্বর ২০০৮২০৩১২৭।
- শিক্ষা জীবনে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে এলএল.বি (সম্মান), এলএল.এম ডিগ্রি অর্জন করেন। তার নিজ বাড়ি চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে।
- ইতোপূর্বে তিনি অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে জেলা জজ আদালত, কক্সবাজারে কর্মরত ছিলেন। উক্ত পদে থাকাকালীন তিনি ৩২ বছরের পুরোনো ১৯৯০ সালে মহেশখালীর খায়রুল আমিন হত্যা মামলাসহ বেশকিছু আলোচিত হত্যা মামলা, মাদক ও অস্ত্র মামলায় রায় দেন। তিনি মাদক মামলায় দেশে প্রথম মৃত্যুদন্ডের রায় দেন যা বিচার বিভাগের জন্য একটি ইতিহাস।
- কর্ম জীবনে তিনি দেশে ১৩ তম ফাউন্ডেশন কোর্স, ৯৩ তম, ১১০ তম, ১৩০ তম, ১৩৩ তম রিফ্রেশার কোর্স, ৬০ তম বিসিএস অফিসার্স ওয়ারিয়েন্টশন কোর্স, এবং দেশের বাইরে অস্ট্রেলিয়ায় Western Sydney University-তে Capacity Building of Law and Justice Division for strengthening Sub-ordinate Judiciary Management কোর্সে এবং ভারতের ন্যাশনাল জুডিসিয়াল একাডেমী, ভুপাল ও ভারতের একটি স্টেট জুডিসিয়াল একাডেমীতে প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
- তিনি JATI জার্নাল এবং প্রিন্ট মিডিয়াতে বিভিন্ন নিবন্ধ লিখেছেন। তিনি বিচার বিভাগে উপযুক্ত মামলায় প্রবেশন আদেশ প্রবর্তনের অগ্রদূত। তাঁর বই "শাস্তির বিকল্প: পরীক্ষা এবং প্যারোল (বাংলাদেশ প্রেক্ষিত” প্রকাশের অপেক্ষায় রয়েছে। তিনি থাইল্যান্ড, ভিয়েতনাম, অস্ট্রেলিয়া এবং ভারত সফর করেছেন।
- তিনি একজন ক্রীড়াবিদ এবং ছুটির দিনে ক্রিকেট খেলতে পছন্দ করেন। তিনি চট্টগ্রামে বিভিন্ন মাস্টার্স ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করেন। এ ছাড়াও তিনি খুব ভালো টেনিস ও ব্যাডমিন্টন খেলোয়াড়।