জেলা ও দায়রা জজ
জনাব মুন্সী আব্দুল মজিদ
জেলা ও দায়রা জজ
জনাব মুন্সী আব্দুল মজিদ জেলা ও দায়রা জজ হিসাবে বিগত ৩১শে মার্চ ২০২৪ খ্রিঃ তারিখে অত্র জেলায় যোগদান করেন। তিনি ২১তম বি.সি.এস (বিচার) ব্যাচের একজন সদস্য। তার সার্ভিস আইডি নম্বর ২০০৫২০১০০১ গ্রেডেশন নং-১৯২।
- তিনি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার নাভদিয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১লা জানুয়ারী ১৯৭৪ খ্রিঃ তারিখে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মুন্সী হাসান আলী ও মাতা মোছাম্মৎ নুর জাহান বেগম।
- তিনি শিক্ষা জীবনে ইসলামী ইউনিভার্সিটি, কুষ্টিয়া থেকে এল.এল.বি (সম্মান) ও এল.এল.এম ডিগ্রি অজন করেন।
- ইতোপূবে তিনি সহকারী জজ হিসাবে, ঝিনাইদহ ও যশোর জেলায়, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন ম্যজিস্ট্রেট হিসাবে যশোর ও ঢাকা জেলায়, সিনিয়র সহকারী জজ হিসাবে চুয়াডাঙ্গা জেলায়, যুগ্ম জেলা ও দায়রা জজ হিসাবে ফরিদপুর জেলায়, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, বিচারক, নারী ও শিশু নিযাতন দমন ট্রাইব্যুনাল, বিচারক, বিভাগীয় স্পেশাল জজ হিসাবে চট্টগ্রাম জেলায় কমরত ছিলেন।
- তিনি জুডিসিয়াল এডমিনিষ্ট্রেশন ট্রেনিং ইনিষ্টিটিউট (JATI) হতে ৫২ তম বেসিক ট্রেনিং কোর্স (বুনিয়াদি প্রশিক্ষণ), ৬১ তম জুডিসিয়াল এডমিনিস্ট্রেশন কোর্স, ৫ম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের জন্য আয়োজিত বিশেষ প্রশিক্ষণ কোর্স, ১০৩ ও ১১৯ তম জুডিসিয়াল এডমিনিস্ট্রেশন ট্রেনিং কোর্স, জুডিসিয়াল অফিসারদের জন্য আয়োজিত মানবাধিকার বিষয়ক ট্রেনিং কোর্স সম্পন্ন করেন। এছাড়াও তিনি ভুমি রেকড ও জরিপ অধিদপ্তর হতে সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ, UNICEF হতে শিশুদের ন্যায় বিচার বিষয়ক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
- তিনি বহিঃবাংলাদেশ ট্রেনিং এর মধ্যে ন্যাশনাল জুডিসিয়াল একাডেমী অব ইন্ডিয়া (ভুপাল) ও তামিল নাডু স্টেট জুডিসিয়াল একাডেমী হতে বাংলাদেশী বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তাদের প্রশিক্ষণ কোর্স এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)হতে ক্রিমিনাল জস্টিজ রেসপন্স টু করাপশান কোর্স সম্পন্ন করেন।